বাংলাদেশে কি কি কনডম পাওয়া যায়
বাংলাদেশে কি কি কনডম পাওয়া যায়? এ নিয়ে আজকে আমাদের কাছে আজকে একজন প্রশ্ন করেছেন? আমি আফাসানা জামিন হেল্থ বাংলা ডট কম এর এডমিন লিখছি আজ এ নিয়ে।
যদি আপনার স্ত্রী কনডমের ব্যাপারে কোনো অভিযোগ থাকে তবে সেটা ভিন্ন কথা। কিন্তু আমি মনে করি, চরমপুলকের জন্য কনডমের কোনো ভূমিকা নেই । তবে অন্য জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা যদি আপনারা নিয়ে থাকেন এবং আপনার স্ত্রী যদি কনডম পছন্দ না করে, তবে সেটা বিবেচিত হতে পারে।
আমাদের দেশের সদ্য প্রাপ্তবয়স্ক পুরুষরা ফার্মেসীতে কনডম কিনতে গিয়ে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়েন আবার অনেক সময় দোকানির প্রশ্নের মুখেও পড়েন। অনেক সময় এমনও দেখা যায় যে, নব বিবাহিত পুরুষরা ফার্মেসীতে কনডম কিনতে গিয়ে একদিকে যেমন লজ্জার সম্মুখীন হন, অপরদিকে কেউ কেউ প্রশ্নেরও সম্মুখীনও হন। এর জন্য মূলত দায়ী আমাদের সমাজব্যবস্থা। আমাদের দেশে বর্তমানে দেশী ব্রান্ডের কনডমের পাশাপাশি বিদেশী ব্রান্ডের কনডমও পাওয়া যাচ্ছে। নিম্নে বিভিন্ন দেশী-বিদেশী ব্রান্ডের কনডম নিয়ে আলোচনা করা হলো
Leave a Comment